× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলছড়িতে বউ-শাশুড়ির মেলা

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ২২:০৫ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৩:৫৮ পিএম

বউ শাশুড়ির মেলায় গর্ভবতী মায়েদের নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: প্রবা

বউ শাশুড়ির মেলায় গর্ভবতী মায়েদের নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: প্রবা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুনভরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (১৬ নভেম্বর) দিনব্যাপী বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রসবকালীন সেবা যত্ন সম্পর্কে সচেতনতার বিষয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।


বউ শাশুড়ির মেলায় গর্ভবতী মা প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। ছবি: প্রবা

বেসরকারি সংস্থা এসকেএস ফাউণ্ডেশন পরিচালিত মমতা প্রকল্পের আয়োজনে এবারের মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রত্যন্ত গ্রামাঞ্চলের ৪০জন গর্ভবর্তী মা এবং তাদের শাশুড়ি ও স্বামীরা অংশ নেন। মেলায় স্থাপিত ৪টি স্টলের মাধ্যমে গর্ভবতী মা ও তাদের শ্বাশুড়িদের প্রসব সংক্রান্ত কাজে উদ্বুদ্ধ করা হয়।


 বউ শাশুড়ির মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আনিসুর রহমান। ছবি :প্রবা

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, গুনভরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজনুর রশিদ প্রমুখ। 

বক্তারা বলেন, ইতোমধ্যে প্রসব সেবার কার্যক্রম সম্পর্কে জনগণের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মেলার মাধ্যমে প্রাতিষ্ঠানিক প্রসব সেবায় জনগণকে উদ্বুদ্ধ করে মা ও শিশু মৃত্যুহার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা