কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪ ২২:৩৩ পিএম
প্রতীকী ছবি
কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর রসুলপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকের গর্তে পড়ে তিন বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে এ ঘটনা ঘটে। মৃত শিশু মোসা. নুর রসুলপুর উত্তরপাড়ার প্রবাসী মো. রিজানের একমাত্র মেয়ে।
স্থানীয়রা জানান, দুই মাসের বেশি সময় ধরে উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের জন্য করা গর্ত ফেলে রাখে ঠিকাদার। কোনো নিরাপত্তা বেস্টনী ছাড়াই ফেলে রাখা হয় গর্তটি। বৃষ্টির পানি জমে সেটি টুইটুম্বুর হয়ে থাকে। বৃহস্পতিবার সবার চোখের আড়ালে শিশু নূর ঘর থেকে বেরিয়ে এসে সেই সেপটি ট্যাংকে পড়ে যায়। দুপুর ২টার দিকে বাড়ির লোকজন ওই গর্তে ভাসতে দেখে শিশুটিকে। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সদস্য স্বপন মিয়া জানান, বহুবার এ কাজের ঠিকাদারকে বলা হলেও অরক্ষিত অবস্থায় গর্তটি ফেলে রাখায় আজ এমন দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত ঠিকাদারের সঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। আমরা উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।