চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪ ২০:৫০ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪ ২০:৫৫ পিএম
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় যুবকের চাচাতো ভাইসহ দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুন) বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া বিশ্বাসটোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া বিশ্বাসটোলা গ্রামের আজিমউদ্দিন ও একই এলাকার আলম আলী। ভুক্তভোগী আব্দুল খালেক টিংকু সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিশ্বাসটোলা গ্রামের তফজুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আব্দুল খালেকের চাচাতো ভাই আজিমসহ দুজনকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে পারিবারিক জমিজমা সংক্রান্ত ঝামেলার জেরে চাচাতো ভাই আজিম উদ্দিনের সঙ্গে হাতাহাতি হয় খালেকের। এ সময় গুরুতর আহত হয় খালেক। পরের স্বজনরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।