সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৮:০০ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪ ১৮:৪৮ পিএম
বৃহস্পতিবার বিকালে বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী। প্রবা ফটো
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সুনামগঞ্জ হাওর এলাকা। উজানে বৃষ্টিপাত হবে হাওর এলাকা ভরে প্লাবিত হবে। এটা নিয়ে কিছু করার নেই। আমরা আগাম সতর্কবার্তা দেব, আশ্রয়কেন্দ্রে নিয়ে আসব, ত্রাণ পৌঁছে দেব। এভাবে আমরা আগেও বসবাস করেছি, এখনও করতে হবে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকালে সুনামগঞ্জের তিন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ বিতরণের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সুনামগঞ্জে বন্যা থেকে স্বস্তি দিতে সুরমা নদীসহ জেলার ২০টি নদী খননের প্রকল্প নেওয়া হয়েছে। নদীগুলো খনন হলে পানিধারণ ক্ষমতা বাড়বে। তখন বন্যা কম হবে।
এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পাউবো নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।