সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৭:২৯ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪ ১৭:৪৬ পিএম
প্রতীকী ছবি
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার নেবুবুনিয়া ৩ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো খুলনা কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল গ্রামের বাসিন্দা মোহাম্মাদ গাজীর ছেলে এনায়েত ও একই এলাকার আল আমিনের ছেলে শিশু নাজমুল। আশঙ্কাজনক অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নাজমুলের নানা মুছা গাজী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের গড়পদ্মপুকুর এলাকায় বেড়াতে আসেন তারা। সেখান থেকে চারজন মোটরসাইকেলে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী খেয়াঘাট হয়ে কয়রার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বৃষ্টি হয়। এ সময় নেবুবুনিয়া ৩ নম্বর এলাকায় মৎস্যঘের পাহারা দেওয়া এক ঘরের নিচে আশ্রয় নেন তারা। হঠাৎ সেখানে বজ্রপাত হলে এনায়েত ও নাজমুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় নিহত শিশুটির নানা মুছা গাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।