× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উৎসব গড়াল বিষাদে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৪ ১৭:০২ পিএম

রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মুহুরীগঞ্জ অংশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায় বাস। প্রবা ফটো

রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মুহুরীগঞ্জ অংশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায় বাস। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দুই ভাই রবিউল খান ও হুমায়ুন খান। দুজনের মধ্যে বড় রবিউল। তার দুই ভাই ঢাকায় জুতার ব্যবসা করেন। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মোটরসাইকেলযোগে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন দুই ভাইসহ তিনজন। কিন্তু পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় আসতেই বাধে বিপত্তি। দ্রুতগামী মোটরসাইকেলটি একটি স্পিডব্রেকার অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান বড় ভাই রবিউল। হাসপাতালে আনার পর মারা যান ছোট ভাই হুমায়ুন। আহত অবস্থায় মনিরুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুহূর্তেই ঈদের আনন্দ পরিণত হয় বিষাদে। 

ঘটনাটি ঘটেছে গত সোমবার ভোরে। ওই রাতে অর্থাৎ ঈদের দিন মধ্যরাতে প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়েছিলেন পাঁচ বন্ধু। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও তিনজন। শুধু তাই নয়, ঈদের দিন ১২ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন। আহত হয়েছেন ১৪ জন। এ ছাড়া ঈদযাত্রায় এখন পর্যন্ত সড়কে ৯৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রোড সেফটি শাখার এক পরিসংখ্যানে দেখা গেছে, গত তিন দিনে অর্থাৎ গত ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৪৭ জন মারা গেছেন। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে দেখা গেছে, গত ঈদুল ফিতরের আগে ও পরে ৪ থেকে ১৮ এপ্রিলের মধ্যে ১৫ দিনে দেশে ৩৫৮ সড়ক দুর্ঘটনায় ৩৬৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় হাজারের বেশি। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৬ জন, যা মোট নিহতের ৪২ দশমিক ৫০ শতাংশ। সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৭৪ জন শিশু বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বুধবার (১৯ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মোটরসাইকেল ও ইজিবাইকের জন্য সারা দেশে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বেশি। এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত ৯২টি দুর্ঘটনায় ৯৫ জনের মৃত্যু হয়েছে।’ 

তিনি বলেন, ‘ফিরতি যাত্রায় দুর্ঘটনা বাড়ে। তবে এ বছর এখন পর্যন্ত কম আছে। শেষ পর্যন্ত কী দাঁড়ায় সেটা বলা যায় না। এটা দুর্ভাগ্যজনক যে মোটরসাইকেল ও ইজিবাইক দুর্ঘটনা বেশি হচ্ছে।’ 

‘মোটরসাইকেল ও ইজিবাইকের জন্য সারা দেশে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বেশি। এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত ৯২টি দুর্ঘটনায় ৯৫ জনের মৃত্যু হয়েছে’

ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

মন্ত্রী আরও বলেন, ‘ইদানীং যে দুর্ঘটনাগুলো ঘটছে, তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি হচ্ছে। দুর্ঘটনার চিত্র দেখলে দেখা যাবে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই সবচেয়ে বেশি দুর্ঘটনায় পড়ছে। এরপর আছে ইজিবাইক। তারাও বেপরোয়া গতিতে এটি চালাচ্ছে। সড়ক থেকে এ বাহনগুলোকে বাদ দেওয়ার উপায় নেই। এজন্য সচিবকে বলা হয়েছে দ্রুত নীতিমালা করার জন্য।’

রাজধানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ : ঈদুল আজহার দিবাগত রাতে পাঁচ বন্ধু প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মো. সায়েম রেজা রাব্বি ও মোহাম্মদ রাসেল। এ ছাড়া আহত হন রাতুল, সাগর, বিপ্লব নামে বাকি তিন বন্ধু। 

ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগর উপজেলার দুই ভাই রবিউল খান ও হুমায়ুন খান নিহতের ঘটনায় পুলিশ ও হতাহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, রবিউল খান ও হুমায়ুন খান ঢাকায় জুতার ব্যবসা করেন। ঈদের ছুটিতে তিনজন মিলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মনিরুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিউল ও হুমায়ুন বিজয়নগর উপজেলার মেরাসানী গ্রামের ওবায়দুর রহমান খানের ছেলে। 

পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০ : প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকদের পাঠানো তথ্য অনুযায়ী ঈদের দিন দেশের বিভিন্ন জেলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া দিনাজপুরে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন এবং বগুড়া, নওগাঁ ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন। 

গাজীপুর : সোমবার ভোর পৌনে ৪টায় টঙ্গীতে উড়াল সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় অপর বন্ধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার দেলোয়ার ও রাকিব। 

দিনাজপুর : জেলার বিরামপুর উপজেলায় সেমাই কিনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া : বাবার সঙ্গে কোরবানির গরু আনতে যাওয়ার পথে আদমদীঘিতে ভটভটি উল্টে আহোনা আবিদ দোহা নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আদমদীঘি থানার বাবলাতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছেলে দোহাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ : ঈদুল আজহার নামাজ আদায় করে মোটরসাইকেল পরিষ্কার করতে নিয়ামতপুরের উদ্দেশে রওনা দেন হৃদয়। দ্রুতগতিতে থাকায় খড়িবাড়ি বাজারে নিয়ামতপুরগামী রাস্তার বাঁকে আমগাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে এলাকার কমিউনিটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল এলাকার সারোয়ার হোসেনের ছেলে। 

চুয়াডাঙ্গা : সোমবার দুপুরে জীবননগর-চ্যাংখালি সড়কের পিচমোড় নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় শুকুর হালসানা (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত শুকুর হালসানা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত সাত্তার হালসানার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে নামাজ পড়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় চ্যাংখালি সড়কের পিচমোড়ে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ : গত মঙ্গলবার ঘুরতে গিয়ে নারায়ণগঞ্জের বন্দরে বাসের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অন্তর ও তাজনেহার।

ওসি রেজাউল জানান, ওইদিন বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী অজ্ঞাত যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় মোটরসাইকেলের চালক ও এক নারী আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ঈদের পরের দিন গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ী উপজেলার বেসনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বরিশাল : গতকাল বুধবার দুপুরে বরিশালের উজিরপুরে বরযাত্রীর বহরের একটি মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে বৃষ্টি আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা