রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৪ ১৫:০৯ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪ ১৯:১৪ পিএম
বুধবার সকালে গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশের আয়োজন করে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। প্রবা ফটো
রাঙামাটির সাজেকের বাঘাইহাটে বাসশ্রমিক নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।
বুধবার (১৯ জুন) সকালে সাজেকের উজো বাজারের গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় বলা হয়, ২১ জুন দুপুর ১২টার মধ্যে খুনিদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
দাবিগুলো হলো, শান্তি পরিবহনের চালকের সহকারী মো. নাঈম হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি, সন্ত্রাসী ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেওয়া এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ও বাঘাইহাট জোন কমান্ডার লে. ক. খায়রুল আমিনকে প্রত্যাহার করা।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ও ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব নতুন জয় চাকমা, সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পরিচয় চাকমা, সাবেক মেম্বার দেবজ্যোতি চাকমা, সাজেক জুমচাষী কল্যাণ সমিতির সভাপতি জ্যোতি লাল চাকমা।
বক্তারা বলেন, যে দলগুলো আমাদের সুখে-শান্তিতে থাকতে দেবে না, আমরাও তাদের এখানে থাকতে দেব না। আমরা না খেয়ে মরতে রাজি নই, প্রয়োজনে আন্দোলন-সংগ্রাম করে মরব। সন্ত্রাসী ঠ্যাঙাড়েদের অত্যাচারে সাজেকের সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের কারণে আজ সাজেকে স্বাভাবিক কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার বিকালে পাহাড়ের আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় সাজেকের বাঘাইহাট বাজারে ফটিকছড়ি নাজিরহাটের বাসিন্দা বাসশ্রমিক নাঈম নিহত হয়।