× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীর উড়াল সড়কে প্রাণ হারাল দুই বন্ধু

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৪ ১৮:৫০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে উড়াল সড়কের বিভাজনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও এক বন্ধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১৭ জুন) ভোর পৌনে ৪টার দিকে বিআরটি প্রকল্পের উড়ালসড়কের বিভাজনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার দুলাল সরদারের ছেলে দেলোয়ার এবং তার বন্ধু রাকিব। রাকিবের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহত নাজিম একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। 

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এএসআই) আল আমিন জানান, ভোররাত পৌনে ৪টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে বিআরটি’র উড়াল সেতুর উপর দিয়ে (উল্টো পথে) টঙ্গীর দিকে যাচ্ছিল। টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে (উড়াল সড়কের ওপর বিভাজকে) তাদের মোটরসাইকেলকে একটি বাস ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের বিভাজনে ধাক্কা লাগলে পড়ে গিয়ে তিন বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয় জরুরি বিভাগের চিকিৎসক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার ও চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত নাজিমকে সেখানের আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা