প্রতিদিনের বাংলাদেশের উদ্যোগ
মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১৯:৫২ পিএম
‘ঈদের আগে সামান্য কিছু টাকা পেয়ে ভালো লাগছে। অন্তত একবেলা মাংস খেতে পারব। সন্তানদের মুখে মাংস তুলে দিতে পারব। মনটা ভরে গেছে।’
রবিবার (১৬ জুন) প্রতিদিনের বাংলাদেশ মধ্যাঞ্চলীয় অফিসের পক্ষ থেকে হকারদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হলে এই অভিব্যক্তি প্রকাশ করেন হকাররা।
প্রতি বছর তাদেরকে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়ে আসছিল আল খায়ের ফাউন্ডেশনসহ নানা সংগঠন। এবার তাদের পাশে দাঁড়ায় প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যাঞ্চলীয় অফিস। ২০ জন হকারকে দেওয়া হয় আর্থিক সহায়তা।
এ সময় কিশোরগঞ্জ হকার সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, সম্পাদক রবীন মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।