× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৫:৪৭ পিএম

আপডেট : ১১ জুন ২০২৪ ১৬:০৯ পিএম

মঙ্গলবার সকালে কাঁঠালিয়া উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার তার নির্বাচনী কার্যালয়ে সম্মেলন করে এমন অভিযোগ করেছেন। প্রবা ফটো

মঙ্গলবার সকালে কাঁঠালিয়া উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার তার নির্বাচনী কার্যালয়ে সম্মেলন করে এমন অভিযোগ করেছেন। প্রবা ফটো

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও ঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১১ জুন) সকালে কাঁঠালিয়া উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার তার নির্বাচনী কার্যালয়ে সম্মেলন করে এমন অভিযোগ করেছেন। 

কিবরিয়া সিকদার বলেন, গত ৯ জুন উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণার পরপরই বিজয়ী চেযারম্যান প্রার্থী এমাদুল হক মনিরের সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় কমপক্ষে ২০ জন কর্মী আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আমার সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে প্রতিপক্ষ মনিরের সমর্থকরা।’

তিনি বলেন, এখনও তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থকরা বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুবকর সিদ্দিক জুয়েল, হামলায় আহত রফিকুল ইসলাম লালন ও রুবেল হাওলাদার।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান এমাদুল হক মনির বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। যদি কোনো অতি উৎসাহীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।’

 কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, পরাজিত চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। তাদের পক্ষ থেকে  লিখিত কোনো অভিযোগ পাইনি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা