× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাওড়ায় মোশা বাহিনীর গুলিতে তরুণ নিহত

রংধনু গ্রুপ চেয়ারম্যানকে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, থানা ঘেরাও

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২২:০৩ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৪ ২৩:০২ পিএম

রংধনু গ্রুপের চেয়ারম্যানসহ পরিবারের সদস্যদের মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে ঢাকার পূর্বাচলে তিনশ ফুট সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। প্রবা ফটো

রংধনু গ্রুপের চেয়ারম্যানসহ পরিবারের সদস্যদের মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে ঢাকার পূর্বাচলে তিনশ ফুট সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। প্রবা ফটো

চিহ্নিত সন্ত্রাসী মোশা বাহিনীর গুলিতে তরুণ নিহতের ঘটনায় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে রবিবার (৯ জুন) ঢাকার পূর্বাচলের তিনশ ফুট সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রূপগঞ্জের সর্বস্তরের জনগণ। পরে তারা রূপগঞ্জ থানাও ঘেরাও করেন।

বিকাল ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ তিনশ ফুট সড়কে জড়ো হন। কাঞ্চন ব্রিজের পশ্চিমপাশে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে রূপগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন স্থানীয়রা। এ সময় রংধনু গ্রুপের চেয়ারম্যানসহ তার পরিবারের সদস্যদের ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে তারা নানা স্লোগান দেন। একপর্যায়ে থানার ওসি কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না বলে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন। 

অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম নাওড়াসহ আশপাশের এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। অন্যায়ভাবে কাউকে জমি জবরদখল করতে দিচ্ছেন না। ফলে ষড়যন্ত্রকারীরা একের পর এক মামলা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৫৩ মামলার আসামি মোশারফ হোসেন ওরফে মোশার ছেলে নিরবসহ মোশা বাহিনীর সন্ত্রাসীরা নিরীহ গ্রামবাসীর ওপর গত বৃহস্পতিবারও এলোপাতাড়ি গুলি ছোড়ে। ওই গুলিতেই দ্বীন ইসলাম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। অথচ পূর্বপরিকল্পনা অনুসারে এ ঘটনায় রংধনু গ্রুপের চেয়ারম্যানসহ তার পরিবার ও নিরীহদের ফাঁসানোর চেষ্টা চলছে। এই অপতৎপরতা যেন কোনোভাবেই সফল না হয়, সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। 

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন মেম্বার বলেন, নাওড়াসহ আশপাশের এলাকার নিরীহদের জমি জবরদখল ও বালু ভরাট করতে ব্যর্থ হয়ে এক ভূমিদস্যুর পক্ষ হয়ে মোশারফ হোসেন মোশাসহ সন্ত্রাসীরা সাধারণ মানুষের ওপর তাণ্ডব চালিয়ে আসছে। মোশা বাহিনীর সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এ পর্যন্ত শতাধিক মানুষ আহত হয়েছে। একাধিকবার ৫৩ মামলার আসামি মোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে জেলহাজতে পাঠালেও জামিনে এসে আবারও সে অপরাধ কর্মকাণ্ড করছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোশা বাহিনীর সন্ত্রাসীদের গুলিতে দ্বীন ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে রংধনু গ্রুপের চেয়ারম্যানসহ তার পরিবারকে ফাঁসানোর চেষ্টা চলছে। বিষয়টিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। তারা যেন সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

পুলিশ প্রশাসনের উদ্দেশে আওয়ামী লীগ নেতা হাজী ইয়ার হোসেন বলেন, মোশা বাহিনীর সন্ত্রাসীরা যেভাবে নিরীহ গ্রামবাসীর ওপর গুলি ছুড়েছে তা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। মোশার ছেলে নীরব প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করছেÑ সেই ভিডিও এখন সবার ফোনে ফোনে। আর মোশা বাহিনীর ছোড়া গুলিতেই দ্বীন ইসলাম নিহত হয়েছে। এখন রংধনু গ্রুপের চেয়ারম্যানসহ তার পরিবারের সদস্য এবং এলাকার নিরীহ মানুষকে এ মামলায় ফাঁসানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে। সবকিছুতেই ইন্ধন জোগাচ্ছে ভূমিদস্যুদের গডফাদার শাহ আলম।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) হাবিবুর রহমান বলেন, তিনশ ফুট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে-শুনিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাওড়া এলাকায় মোশা বাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে দ্বীন ইসলাম নামে এক তরুণ নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা