মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২১:৫০ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ২১:৫৩ পিএম
প্রতীকী ছবি।
রংপুরের মিঠাপুকুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ওই কিশোরী বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
রবিবার (৯ জুন) ধর্ষকের শাস্তির দাবিতে ওই কিশোরী নিজেই মিঠাপুকুর থানায় যান। এর দুই মাস আগে উপজেলার রানীপুকুর ইউনিয়নের নুরপুর গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।
ওই কিশোরী জানান- সাংসারিক অস্বচ্ছলতা এবং তার বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় একই গ্রামের জ্যাঠা শেরহিন্দীর (৬৫) বাড়িতে মাঝেমধ্যে গৃহকর্মীর কাজ করতেন তিনি। ঘটনার দিন শেরহিন্দীর স্ত্রী বাড়িতে না থাকায় বাড়ির কাজ করতে তাকে ডাকেন শেরহিন্দী। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে চল্লিশ টাকা হাতে ধরিয়ে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। বিষয়টি ওই কিশোরী তার বাবা-মাকে জানালে তারা বিষয়টি গুরুত্ব দেননি।
ঘটনার দুই মাস পর কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে প্রেগনেন্সি টেস্ট করে জানতে পারেন, তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা।
পরে বিষয়টি স্থানীয়দের অবগত করা হয়। স্থানীয়রা শেরহিন্দীর কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করেন। বর্তমানে তিনি পলাতক থাকায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ওই কিশোরী পুলিশ সাপোর্ট সেন্টারে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।