কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২১:৪৯ পিএম
কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ জুন) বিকাল সাড়ে ৫টায় মেরিন ড্রাইভের একটি সিএনজি স্টেশন সংলগ্ন সৈকত মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
মৃত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৪০ বছরের বেশি বলে জানান ওসি।
স্থানীয়দের বরাতে ওসমান গনি বলেন, বিকালে জোয়ার শুরু হওয়ার সময় সাগরের ঢেউয়ের সাথে সৈকতে একটি মরদেহ ভেসে আসে। এ সময় মরদেহটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। মৃত ব্যক্তির শরীরের ট্যটু আঁকা রয়েছে এবং দেহাবয়ব ক্ষুদ্র নৃ-গোষ্টির সম্প্রদায়ের মতো। দেহের বিভিন্ন অংশের চামড়া উঠে যাওয়ার পাশাপাশি ফুলে-ফেঁপে গেছে। এতে ধারণা করা হচ্ছে, অন্তত ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে।”
ওসি বলেন, স্থানীয়রা ধারণা করছেন, এটি মিয়ানমারে আভ্যন্তরীণ সংঘাতে নিহত কোনো ব্যক্তির মরদেহ হতে পারে। মরদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।