রংপুর অফিস
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২১:৪৫ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ২৩:২৯ পিএম
রবিবার গঙ্গাচড়ার রাজবল্লভ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচির আয়োজন করা হয়। প্রবা ফটো
তিস্তা নদীর ভাঙ্গনকবলিত এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে রংপুরে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৯ জুন) সকালে গঙ্গাচড়া উপজেলার গজগন্টা ইউনয়নের রাজবল্লভ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মার্কেট ফর চরস (এমফোরসি) প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মধুসূদন বণিক। এমফোরসি প্রকল্পের গভর্নমেন্ট রিলেশন্স অ্যাডভাইজার ও আইএফআইসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সুধাংশু শেখর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, এমফোরসি প্রকল্পের টিম লিডার আব্দুল আউয়াল প্রমুখ।
অনুষ্ঠানে চরাঞ্চলের মানুষদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের মাধ্যমে ঋণ গ্রহণ করে ফসলের উৎপাদন বৃদ্ধিসহ জীবন মান উন্নয়নে নানা কলাকৌশল তুলে ধরেন বক্তারা। সেই সঙ্গে চরে উৎপাদিত ফসল বিক্রি, ঋণ পরিশোধ ও ক্রমান্বয়ে বড় ঋণ গ্রহণের মাধ্যমে ছোট থেকে বড় উদ্যোক্তা তৈরিতে ব্যাংকের নানা কার্যক্রম ও সহযোগিতার কথা তুলে ধরা হয়।
এ সময় চরের প্রত্যেক কৃষককে ব্যাংকিং সেবার আওতায় আনার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে চরের কৃষক, উদ্যোক্তা ও কৃষি সেবাদানকারীরা অংশ নেন।
এমফোরসি প্রকল্পটি বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে রংপুরের গঙ্গাচড়ায় চরের মানুষের ফসলের উৎপাদন বৃদ্ধি এবং তা বাজারজাতকরণ নিয়ে কাজ করছে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ ও পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া।