ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২১:৪৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ২২:০০ পিএম
নিহত শিশু আনোয়ার হোসেন।
মাঠে বাবার সঙ্গে ঘাস কাটতে গিয়ে ফেনী সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক শিশু নিহত হয়েছে।
রবিবার (৯ জুন) দুপুরে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে বজ্রাঘাতের শিকার হয় সে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বজ্রপাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আনোয়ার হোসেন একই এলাকার মডেল দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। সে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উত্তর কাশিমপুর গ্রামের নুর করিমের ছেলে।
আনোয়ার হোসেনের বাবা নুর মিয়া জানান, প্রতিদিনের মতো দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির উত্তরে খালের পাশে অবস্থিত জমিতে ঘাস কাটতে যান। এ সময় তার দুই ছেলে সঙ্গে ছিল। মাদ্রাসা বন্ধ থাকার কারণে ঘাস কাটায় যুক্ত হয় আনোয়ার হোসেনও। তখন খুব জোরে বজ্রপাত ও বিদ্যুৎ চমকাচ্ছিল। মাথায় কাঁচা ঘাসের বস্তা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনজন। সবার মাঝখানে ছিলেন আনোয়ার। দুজনের মাথায় ঘাসের বস্তা থাকলেও আনোয়ারের হাতে ছিল একটি কাঁচি। তাৎক্ষণিক বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে যায় আনোয়ার হোসেন।
নুর মিয়া আরও জানান, বিদ্যুতায়িত হয়ে আনোয়ারের বুকের বাম পাশ ও হাঁটুর নিচের অংশ আংশিক পুড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা নিয়ে যেতে পরামর্শ দেন। পথে তার মৃত্যু হয়।