× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএনওর বদলির আদেশে ক্ষোভ

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২১:৪১ পিএম

ইউএনওর বদলির আদেশে ক্ষোভ

নওগাঁর পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুনের বদলি আদেশ প্রত্যাহার করে পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে। যোগদানের তিন মাস পর বদলির আদেশ দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

পাটিচরা ইউনিয়ন পরিষদের সদস্য রাবেয়া খাতুন বলেন, ইউএনও পপি খাতুন যোগদানের পর থেকে অল্প সময়ে উপজেলার চিত্র পাল্টাতে শুরু করেছে। তিনি সকলের কথা শোনেন। রিকশাচালক, অটোচালক, দিনমজুর সকলেই তার সঙ্গে দেখা করতে পারেন, কথা বলতে পারেন। মাত্র তিন মাস হলো তিনি যোগদান করেছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগও শোনা যায়নি। তাহলে কেন বদলির আদেশ দেওয়া হলো। আমরা এই আদেশের প্রত্যাহার চাই। 

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম জানান, খুব অল্প সময়ে মানবিক কার্যাবলি, কর্মদক্ষতাসম্পন্ন জনবান্ধব এই কর্মকর্তা উপজেলার সর্বসাধারণের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন। মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আসছেন। আমরা তার বদলি আদেশ বাতিল করে পুনর্বহালের দাবি জানাচ্ছি।

ইউএনও পপি খাতুন বলেন, সিনিয়র স্যারেরা প্রশাসনিক কারণে সুচিন্তা করে বদলি করতে পারেন। একই সঙ্গে স্থানীয়রা যে দাবিতে মানববন্ধন করেছেন সেটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে সিনিয়র স্যারদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে, বাকিটা তাদের বিবেচনা। যেখানেই যাব আমার কাজ করব।

পপি খাতুন চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি পত্নীতলায় যোগদান করেন। গত ৬ জুন সরকারি এক আদেশে তাকে জয়পুরহাটের কালাই উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা