শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২১:৩২ পিএম
দ্বিতীয় স্ত্রীকে নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় ভিডিওধারণ এবং ডিলিট না করায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে স্বামী মোল্লা গোলাম কিবরিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী তার প্রেমিককে স্বামীর সামনে ফোন করে তাকে বিয়ের প্রস্তাব দেন। এ সময় স্বামী উত্তেজিত হয়ে দ্বিতীয় স্ত্রী রেহেনা খানমকে বটি দিয়ে জবাই করেন।
এ ঘটনায় গত শনিবার দুপুরে র্যাব অভিযুক্ত স্বামী মোল্লা গোলাম কিবরিয়াকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে। র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান গতকাল রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (৯ জুন) বিকালে র্যাব আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করে।
এর আগে গত শুক্রবার রাত ২টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশে মোস্তফা কামাল মার্কেটে স্বামীর মোল্লা ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মোল্লা গোলাম কিবরিয়া নড়াইলের কালিয়া উপজেলার ধসহাটী গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার গোলাম মোস্তফা মার্কেটে মোল্লা ফার্মেসির স্বত্বাধিকারী।
নিহত রেহেনা খানম গোপালগঞ্জ সদর থানার চন্দ্র দিঘলিয়া (ভূঁইয়াপাড়া) গ্রামের মৃত ইদ্রিস আলী ভূঁইয়ার মেয়ে। এ ঘটনায় তার ভাই হারুন অর রশিদ ভূঁইয়া শ্রীপুর থানায় মামলা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, স্ত্রীকে নিজ ফার্মেসিতে বটি দিয়ে জবাই করার মামলায় র্যাব আসামিকে গ্রেপ্তার করেছে। তাকে আজ সোমবার আদালতে পাঠানো হবে।