সোনাগাজী (ফেনী) প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ২১:২৯ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ২১:৫২ পিএম
ফেনীর সোনাগাজীতে সড়কে যানবাহনে টোল আদায়ের নামে চাঁদাবাজির সময় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত সোনাগাজীর ডাকবাংলো, কলেজ রোড ও জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে বিভিন্ন গাড়ি থেকে আদায়কৃত ৪৯ হাজার ৮০৫ টাকা ও বিভিন্ন নামে-বেনামে কাটা ভুয়া রসিদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, চক্রের মূলহোতা জসিম উদ্দিন, একেএম মাইনুল হক চৌধুরী মাঈনুদ্দীন, কেএম মোফাজ্জল হক চৌধুরী, শহিদুল ইসলাম, নুর করিম, সিরাজুল ইসলাম, এমরান হোসেন ও রবিউল হক।
রবিবার (৯ জুন) র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তাকৃতরা বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি দেখিয়ে নামে বেনামে মিথ্যা রসিদ অথবা কৌশলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ চাঁদাবাজি করে আসছিল। র্যাবের এসআই সৌরভ হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা করে গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনাগাজী মডেল ওসি সুদ্বীপ রায় পলাশ জানান, আসামিদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।