যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৯:০৫ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ২১:১০ পিএম
যশোরে চোরাই একটি সীতাহার ও রুপার অলংকারসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য আসিব মোল্যা (ওরফে) হাসিব মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে তার কাছ থেকে একটি সীতাহার ও রুপার অলংকার জব্দ করা হয়। শনিবার (৮ জুন) বিকালে যশোর জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা যশোর নতুন উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আসিব মোল্যা খুলনা জেলার দিঘলিয়া উপজেলার হাজী গ্রামের বাবুল মোল্যার ছেলে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেশবপুর কালী মন্দিরে চুরির বিষয়ে স্বীকার করেছেন তিনি।
গত ৯ মে রাতে অজ্ঞাতপরিচয়ে চোরেরা কেশবপুর বাজারের কালী মন্দিরে গ্রিল ভেঙে ১৩ ভরি স্বর্ণালংকার, ১৮ ভরি রুপার অলংকার ও ২২টি শাড়ি চুরি করে নিয়ে যায়। ঘটনার পরদিন কেশবপুর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত দেওয়া হয় যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে। গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্ত কর্মকর্তা মফিজুল ইসলাম তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। একপর্যায়ে গতকাল শনিবার বিকালে যশোর নতুন উপশহর এলাকায় অভিযান চালিয়ে আসিব মোল্যাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে তিন ভরি এক আনা ওজনের একটি সীতাহার, তিন ভরি এক আনা ওজনের একটি রুপার কোমর বিছা, তিন ভরি সাত আনা ৫টি রুপার নুপুর, একটি মোবাইল এবং ওপার ভাঙার একটি প্লাস জব্দ করেন।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, ‘প্রযুক্তি সহায়তায় আসিব মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তার সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আসিব মোল্যাকে দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে।’