আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৯:০১ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ২১:৪০ পিএম
গৃহবধূর সঙ্গে তার তিন কন্যা। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বাবার বাড়ি থেকে আখাউড়ায় স্বামীর বাড়ি ফেরার পথে তিন শিশুকন্যাসহ উধাও হয়ে যাওয়া সেই গৃহবধূকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
বাহিনীটি বলছে, তাকে যে বাড়ি থেকে উদ্ধার করা হয়, সেখান থেকে মেহেদী হাসান নামে তার প্রেমিককেও আটক করা হয়েছে। এই যুবকের সঙ্গে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া থেকে বগুড়ায় চলে যান গৃহবধূ। তাদের মধ্যে গত ছয় মাস ধরে সম্পর্ক রয়েছে।
রবিবার (৯ জুন) সকালে বগুড়া সদর উপজেলার একটি বাড়ি থেকে গৃহবধূ, তার তিন শিশুকন্যাকে উদ্ধার ও ওই যুবককে আটক করে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত ৬ মাস ফোনের মাধ্যমে বগুড়ার মেহেদী হাসানের সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক রয়েছে। গত শুক্রবার মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। একই দিন ওই গৃহবধূ তিন কন্যাকে নিয়ে বাবার বাড়ি থেকে আখাউড়ায় স্বামীর বাড়িতে আসার কথা বলে বের হয়ে আসেন। পরে মেহেদী হাসানের সঙ্গে তারা বগুড়ায় চলে যান।
এ ঘটনায় শনিবার বিকালে বিজয়নগর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হয়। এর সূত্র ধরে তদন্তে নেমে গৃহবধূর অবস্থান বগুড়ায় শনাক্ত হয়।
গৃহবধূর স্বামী আতাউর রহমান ভুঁইয়া বলেন, আমার স্ত্রী ও মেয়েদের বগুড়ায় পাওয়া গেছে। পুলিশের সঙ্গে আমার ছোট ভাই আছে। তারা বগুড়া থেকে রওনা দিয়েছে।
গৃহবধূর বাবা আব্দুল আউয়াল ভুঁইয়া বলেন, সকালে আমার মেয়ে ও নাতনিদের বগুড়ায় একটি বাড়িতে পাওয়া গেছে। আমি ফোনে আমার বড় নাতনির সঙ্গে কথা বলেছি। পুলিশের সঙ্গে আমাদের লোকজন আছে। তারা বগুড়া থেকে রওনা দিয়েছে। তাদের সঙ্গে থাকা ওই ছেলে সম্পর্কে আমার ধারণা নেই।