খুলনা অফিস
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৭:২৭ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ১৭:৫১ পিএম
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার। প্রবা ফটো
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলায় বাস এবং প্রাইভেটকারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার মেছাগোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত দুজন সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে একজন প্রাইভেটকারের চালক মোহনলাল বিশ্বাস। অন্য জনের নাম জানা যায়নি।
আহতদের মধ্যে গুরুতর শামসুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
খর্নিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ জানান, খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছেগোনা এলাকায় দুপুর আড়াইটার দিকে যাত্রীবাহী বাস এবং প্রাইভেটকারের সংঘর্ষ ঘটে। খুলনা থেকে সাতক্ষীরাগামী প্রাইভেটকারের সঙ্গে খুলনাগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস এবং প্রাইভেটকার পুলিশ হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।