চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৬:৩৮ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ১৬:৪১ পিএম
মোটরসাইকেলের বিকট শব্দ নিয়ে কথা কাটাকাটির জেরে মো. মনিরুজ্জামান রাফি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে। রবিবার (৯ জুন) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার সি-বীচ এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম রাফি। তিনি বন্দর থানার উত্তর হালিশহর এলাকার বাসিন্দা।
ওসি কবিরুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলের বিকট আওয়াজ নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার জেরে মনিরুজ্জামান রাফি নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। তবে এই ঘটনায় চারজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।