× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামাগুড়ি দিয়ে ভোটকেন্দ্রে শ্যামলী

রাসেল মাহমুদ, বরগুনা

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৩:৫৯ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৪ ১৪:৪৯ পিএম

প্রকৃতির বৈরিতা ভেঙে হামাগুড়ি দিয়ে ভোট দিতে হাজির হয়েছেন প্রতিবন্ধী শ্যামলী। প্রবা ফটো

প্রকৃতির বৈরিতা ভেঙে হামাগুড়ি দিয়ে ভোট দিতে হাজির হয়েছেন প্রতিবন্ধী শ্যামলী। প্রবা ফটো

ঘূর্ণিঝড় রেমালের কারণে বরগুনার দুই উপজেলায় স্থগিত হওয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। রবিবার (৯ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

পাথরঘাটা ও বামনা উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, কাঠফাটা রোদেও কেন্দ্রেগুলো ভোটার উপস্থিতি স্বাভাবিক।

এমনই এক হার না মানা ভোটার প্রতিবন্ধী শ্যামলী। তিনি বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের দেবরঞ্জন গরামীর মেয়ে। প্রকৃতির বৈরিতা ভেঙে হামাগুড়ি দিয়ে ভোট দিতে হাজির হয়েছেন এই প্রতিবন্ধী নারী। কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। তাকে ভোট দিতে আসতে উৎসাহ দিয়েছেন স্থানীয়রা।

মনে শক্তি আর উৎসাহ নিয়ে শ্যামলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শতবাধা পেরিয়ে মায়ের সঙ্গে ভোট দিতে এসেছি, ভোট মানে আমার কাছে একটা দায়িত্ব। তাই আমি ভোট প্রয়োগের মাধ্যমে নিজের দায়িত্ব পালন করেছি। আমার মতে, সব নাগরিকের উচিত ভোট উৎসবে অংশ নিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা।’

শ্যামলীর মা অঞ্জলি রানী বলেন, ‘আমার চার মেয়ে ছিল। তিন মেয়ে মারা গেছে, এক মেয়ে বেঁচে আছে তাও প্রতিবন্ধী। আমার কষ্টের শেষ নেই, এই মেয়েকে কেউ বিয়েও করবে না, তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি।’

গুদিঘাটার গ্রামের সবুজ মল্লিক বলেন, প্রতিবন্ধী শ্যামলী আমার এলাকার প্রতিবেশী। নিজের দায়িত্বের প্রতি সচেষ্ট  প্রতিটি ভোটেই হামাগুড়ি দিয়ে কেন্দ্রে এসে ভোট দেন। একটা হুইলচেয়ার হলে আরও ভালোভাবে চলাচল করতে পারবেন শ্যামলী। ভোট প্রয়োগ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের অন্যসব কাজ ঠিকমতো করতে পারবেন।

বামনার মধ্য কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তৌহিদুল হাসান বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার দুই ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ৬১৪। 

তিনি আরও বলেন, এখন একটু ভোটার কম আসছে দুপুরের পারে হয়তো আরও বাড়বে।

বরগুনার পাথরঘাটা উপজেলায় ৭টি ইউনিয়নে ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৩৩, পুরুষ ভোটার ৭১ হাজার ৪৭৮ ও নারী ভোটার ৭২ হাজার ২৫৪, ট্রান্সজেন্ডার ভোটার একজন।

বামনা উপজেলায় চারটি ইউনিয়নে ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, মোট ভোটার সংখ্যা ৬৬ হাজার ৪৪৪। পুরুষ ভোটার ৩৩ হাজার ৯২, ও নারী ভোটার হাজার ৩৫২ জন।

পাথরঘাটা ও বামনা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, সব ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করেছেন। বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করছেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা