চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১১:১৪ এএম
আগামী ১৭ জুন ঈদুল আজহা। ঈদে নির্বিঘ্নে যাত্রীদের বাড়ি ফেরাতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল।
আগামী ১৭ জুন ঈদুল আজহা। ঈদে নির্বিঘ্নে যাত্রীদের বাড়ি ফেরাতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদে চার জোড়া স্পেশাল ট্রেন ও ১২টি আন্তঃনগর ট্রেনে করে প্রতিদিন অন্তত ১৫ হাজার যাত্রী পরিবহন করবে। সেই লক্ষ্যে ইতোমধ্যে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাহাড়তলী কারখানায় প্রস্তুত করা হয়েছে ১১৬টি লোকোমোটিভ (ইঞ্জিন) ও ৯২টি কোচ।
এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী তাপস কুমার দাস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বরাবরের মতোই ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়। তারই অংশ হিসেবে যাত্রী পরিবহনের জন্য ১১৬টি লোকোমোটিভ (ইঞ্জিন) প্রস্তুত করা হয়েছে। আন্তঃনগর ও স্পেশাল ট্রেনের জন্য ১০০টির মতো লোকোমোটিভ প্রয়োজন হয়। যেহেতু ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেন চলবে। তাই ১১৬টি লোকোমোটিভ প্রস্তুত করা হচ্ছে। এর বাইরে ঈদযাত্রায় বাড়তি যাত্রী পরিবহনের লক্ষ্যে যেহেতু অতিরিক্ত কোচ সংযোজন করতে হয়, তাই বাড়তি কোচও মেরামত করা হচ্ছে।
এবার ঈদে পূর্বাঞ্চলে প্রতিদিন ১২টি আন্তঃনগর ও চার জোড়া স্পেশাল ট্রেন চলাচল করার কথা জানিয়ে চট্টগ্রাম স্টেশন মাস্টার শফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এবার ঈদে আন্তঃনগর ও স্পেশাল ট্রেনে করে চট্টগ্রাম থেকে স্ট্যান্ডিং টিকিটসহ প্রতিদিন ১৫ হাজার যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নিয়ে আগানো হচ্ছে। তাই রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে বাড়তি লোকোমোটিভ ও কোচ প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি প্রতিটি ট্রেনেই অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। আর ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় সামলাতে চার জোড়া স্পেশাল ট্রেন আগামী ১২ জুন থেকে ঈদের আগের দিন এবং ঈদের পরদিন থেকে সাত দিন চলাচল করবে।
স্টেশন মাস্টার আরও বলেন, ঈদুল আজহা উপলক্ষে চার জোড়া স্পেশাল ট্রেনের মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুই জোড়া, চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া এবং চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে এক জোড়া চলাচল করবে।
কোচ মেরামতের প্রস্তুতি প্রসঙ্গে রেলওয়ে পাহাড়তলীর ক্যারেজ অ্যান্ড ওয়াগন কারখানার কর্ম ব্যবস্থাপক (নির্মাণ) প্রকৌশলী সজীব আল হাসান বলেন, ঈদুল আজহা উপলক্ষে পাহাড়তলী কারখানায় ৯২টি কোচ মেরামত করা হচ্ছে। মেরামত কাজ শেষে ইতোমধ্যে ৮০টির মতো পরিবহন বিভাগকে বুঝিয়ে দিয়েছি। বাকি কোচ মেরামতের কাজও একদম শেষ পর্যায়ে। মেরামত করা ৬৯টি কোচ আন্তঃনগর ট্রেনে এবং ২৩টি কোচ স্পেশাল ট্রেনে যুক্ত করা হবে।