খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ০০:২৯ এএম
প্রতীকী ছবি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের হাতিমারা এলাকায় বরুন বিকাশ চাকমা নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কমল কৃষ্ণ কার্বারি পাড়া (হাতি মারা) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বরুন বিকাশ চাকমা কমল কৃষ্ণ কার্বারী সুধীর কুমার চাকমার ছেলে।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ‘বরুন বিকাশ চাকমা আমাদের পার্টির একজন সমর্থক। শনিবার রাতে তিনি নিজের বাড়িতেই অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা এসে তাকে গুলি করে। এতে ঘরের ভেতরেই তার মৃত্যু হয়।’
এ হত্যার জন্য জেএসএসকে (সন্তু লারমা) দায়ী করেছেন অংগ্য মারমা। তবে অভিযোগের বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় লাশ উদ্ধারের জন্য সময় লাগবে।