প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৪ ০০:১১ এএম
ভোলার দৌলতখানে একটি বরফ কলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিদ্দিকা খাতুন নামে ৭০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছে। এ সময় দুই শিশুসহ আহত হয়েছেন আরও তিন জন।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকা খাতুন একই এলাকার মো. হামিদের স্ত্রী।
আহতরা হলেন, ওই এলাকার মো. মফিজুলের দুই মাসের শিশু ফাইজা, বেল্লাল মাঝির এক বছরের শিশু হুমায়রা ও আবু কালামের স্ত্রী জাহানারা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮ দিকে দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় আলম আইস ফ্যাক্টরি নামে একটি বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় দুই নারী দগ্ধ হন। এ ছাড়া সিলিন্ডার থেকে বের হওয়া বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসের কারণে ওই এলাকার আশপাশে কমপক্ষে ১০ জন অসুস্থ হয়ে পড়ে।
তাদের মধ্যে দুই শিশুসহ গুরুতর অসুস্থ ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬০ ভাগ দগ্ধ সিদ্দিকা খাতুন নামে ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়। এ ছাড়া দুই শিশুসহ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সৈয়দ আবু আহমেদ সাফী জানান, হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দগ্ধ অপর এক নারীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ছাড়া অ্যামোনিয়া গ্যাসে অসুস্থ হয়ে পড়া দুই শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।