× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি বাসভবন থেকে স্বর্ণালঙ্কার চুরি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৯:০০ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ১৯:৩২ পিএম

সরকারি বাসভবন থেকে স্বর্ণালঙ্কার চুরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবন থেকে ৩৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ ২০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে।

সোমবার (৩ জুন) নার্সেস কোয়ার্টারের ভেতর থেকে সিনিয়র স্টাফ নার্স সাকেরা বেগমের বাসায় এ চুরি হয়। তার স্বামী মনিরুল ইসলামও ওই স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে টেকনোলজিস্ট পদে কর্মরত।

সাকেরা বেগম জানান, সকাল সাড়ে ৮টার দিকে তারা দুজনই হাসপাতালে ডিউটিতে চলে যান। পরে পৌনে ১২টার দিকে তার স্বামী মনিরুল বাসায় ফিরে দেখেন দরজা ও আলমারির তালা ভেঙে  স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গেছে চোর। মোট ৩৪ ভরি স্বর্ণলঙ্কার ও ১ লাখ ২০ হাজার টাকা খোয়া গেছে। 

স্বামী মনিরুল ইসলাম বলেন, চুরির ঘটনা প্রমাণ করে সেখানে কোনা নিরাপত্তা নেই। চুরির সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের কেউ জড়িত থাকতে পারে বলেও ধারণা করছেন তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পুলিশের একটি ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা গেছে, সাড়ে ১০টার দিকে চোরেরা ওই বাসায় প্রবেশ করে এবং সাড়ে ১১টার কিছু আগে বের হয়ে যায়। সেখানে অন্তত চারজনের উপস্থিতি দেখা গেছে।  

ওই পরিবার ৩৪ ভরি স্বর্ণালঙ্কার চুরি গেছে বলে দাবি করলেও  পরিমাণ হয়তো কম হবে। কারণ ভাড়া বাড়িতে এত স্বর্ণালঙ্কার রাখার কথা নয়। তবে চুরির ধরন দেখে মনে হচ্ছে চেনা-জানা কেউ এ ঘটনার সঙ্গে জড়িত বলেও জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা