প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ৩০ মে ২০২৪ ১৯:৩২ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪ ২০:০৫ পিএম
বরিশালে সাইবার আইনে মামলায় গ্রেপ্তার মাসুদ সিকদার। ফাইল ফটো
সামাজিকমাধ্যমে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মামলায় কথিত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ মে) দিনগত রাত দেড়টার দিকে নগরীর রুপাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসানউদ্দিন রোমেল এই মামলা করেন।
গ্রেপ্তার মাসুদ সিকদার (৪৪) বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এলাকার ফকির ম্যানসনের তিন তলার ভাড়াটিয়া এবং বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের মৃত মোক্তাদির হোসেনের ছেলে।
সে নিজেকে বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর ভাতিজা এবং সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ও মহানগর যুবলীগ নেতা পরিচয় দেন। তবে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, ‘মাসুদ সিকদার মহানগর যুবলীগের কোনো পদে নেই। এমনকি মহানগরের ৩০ ওয়ার্ডের কোনো কমিটিতেও সদস্য নন তিনি।’
মামলা সূত্রে জানা যায়, মাসুদ সামাজিকমাধ্যমে সাইবার সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছেন। মিথ্যা ও বিভ্রান্তিমূলক পোস্ট দিয়ে সাধারণ জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।
সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে মাসুদ তার নিজস্ব ফেসবুক আইডি থেকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং সাধারণ জনগণের নিত্যপ্রয়োজনীয় সেবাকে ক্ষতি করতে ইচ্ছাকৃতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পোস্ট দিয়ে উৎসাহ দিয়েছে।
মাসুদ সিকদার তার ফেসবুক আইডি থেকে ১৪ থেকে ২৯ মে বিভিন্ন সময় দেওয়া পোস্টের একটিতে উল্লেখ করেছেন ‘ঘূর্ণিঝড় রেমালকে পুঁজি করে ৮ কোটি টাকা ভাউচারের ত্রাণ নাটক অবশেষে সমালোচনার মুখে পড়ে ঘূর্ণিঝড় বিদায় হওয়ার পরদিন শুধুমাত্র শুকনো মুড়ি দিয়ে ফটোসেশন করে হালাল করে নিল! নতুন বরিশালের অঙ্গীকার জনগণের মাঝে শুধুই মাত্র হাহাকার!।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘সামাজিকমাধ্যমে সিটি মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সাইবার আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’