× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ল্যাবএইডে চিকিৎসায় ছাড় পাবে পুলিশ পরিবার

বগুড়া থেকে সাংবাদিক অরুপ রতন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২ ১৪:২৫ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৮:৩৩ পিএম

বগুড়া জেলা পুলিশের সঙ্গে ল্যাবএইডের চুক্তি সই। ছবি: প্রবা

বগুড়া জেলা পুলিশের সঙ্গে ল্যাবএইডের চুক্তি সই। ছবি: প্রবা

বগুড়া ও জয়পুরহাটে কর্মরত পুলিশ সদস্যসহ তাদের পরিবারকে প্যাথলজিক্যালসহ বিভিন্ন পরীক্ষায় সর্বোচ্চ ছাড় দেবে ল্যাবএইড ডায়াগনস্টিক। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে শনিবার বেলা ১১টার দিকে এ বিষয়ে সমঝোতা সই হয়।

বগুড়া জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও ল্যাবএইড লিমিটেডের পক্ষে বগুড়া শাখার ইনচার্জ মাহবুর রহমান এই বিষয়ে সমঝোতা সই করেন। 

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘বগুড়া জেলা পুলিশসহ জয়পুরহাট জেলা পুলিশের সব সদস্যকে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতেই আজকের এই চুক্তি। ল্যাবএইড আামাদের পুলিশ সদস্যকে শুধু উন্নত চিকিৎসা সেবায় নয়, পাশাপাশি সব বিষয়ে ছাড়ে সেবা প্রদান করবে।’

ল্যাবএইড ডায়াগনস্টিক বগুড়া শাখার ইনচার্জ মাহবুর রহমান বলেন, ‘পুলিশ সদস্যদের চিকিৎসা সেবায় পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। যারা দেশের নিরাপত্তা দেন, তাদের কল্যাণ, নিরাপত্তা ও সুস্থতা অনেক গুরুত্বপূর্ণ। স্বল্প খরচে বগুড়া ও জয়পুরহাট পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য এই চুক্তি করা হলো।’

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপারেশন) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ল্যাবএইডের সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রবা/রাই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা