× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় প্রকাশ পেল ‘লিডারশিপ উইথ সোল’

ঢাকা থেকে নাগরিক সাংবাদিক জিয়াউল জিয়া

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৩:০০ পিএম

বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আন্দ্রে লাক্রইরেক্স।

বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আন্দ্রে লাক্রইরেক্স।

সততা, স্বচ্ছতা, সহানুভূতিশীল ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি কর্মক্ষেত্রে সাফল্যের অন্যতম গুণ।

এই গুণাবলীগুলো গ্রাহক, কর্মকর্তা, কর্মচারী, শেয়ারহোল্ডারসহ সামগ্রিকভাবে কর্মক্ষেত্রের টেকসই উন্নয়ন ও সঠিক মূল্যায়নে কাজ করে।

প্রচলিত নের্তৃত্বের চিন্তাকে চ্যালেঞ্জ করে লেখা‘লিডারশিপ উইথ সোল’ -এ ইন্টারটেক গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রে লাক্রইরেক্স এসব তথ্য জানিয়েছেন।

আর্নস্ট অ্যান্ড ইয়াং, পেপসিকো, বার্গার কিং, ইউরো ডিজনি, ইঞ্চকেপ, রেকিট বেনকিজার এবং ইন্টারটেকের মতো বিশ্বনের্তৃস্থানীয় সংস্থার সঙ্গে তিন দশকেরও বেশি সময় ধরে পথচলার অভিজ্ঞতার আলোকে লিডারশিপ উইথ সোল বইটিতে ব্যবসায়িক সাফল্যের জন্য একটি মডেল প্রকাশ করেছেন আন্দ্রে। 

সম্প্রতি ঢাকার একটি হোটেলে আন্দ্রের লেখা এই প্রথম বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং প্রাণবন্ত গল্প বলার মধ্য দিয়ে আন্দ্রে তার বইটিতে সফল নের্তৃত্বের ১০টি মূলনীতিকে তুলে ধরেছেন। 

তিনি সব সময় কর্মীদের বিশ্বাস ও ক্ষমতায়নকে শক্তিশালী করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা