× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ হাজার ছিন্নমূল পরিবার পেল ঈদ উপহার

ধানমন্ডি থেকে নাগরিক সাংবাদিক জিয়াউল জিয়া

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১২:৪২ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১৩:০৭ পিএম

নিত্যপ্রয়োজনী সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, চিনি, সয়াবিন তেল, সেমাই, কিশমিশ, বাদাম, গুঁড়া দুধ ইত্যাদি। ছবি : সংগৃহীত

নিত্যপ্রয়োজনী সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, চিনি, সয়াবিন তেল, সেমাই, কিশমিশ, বাদাম, গুঁড়া দুধ ইত্যাদি। ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ এলেও ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের এই বাজারে ছিন্নমূল মানুষের ঘরে নেই কোনো আয়োজন।

রাজধানীর এমন ছিন্নমূল মানুষের ঘরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সাবেক সদস্য আবেদ মনসুর।

গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায় ও ভাসমান প্রায় ৭ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ৮০০ টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল, আলু, ডাল, চিনি, সয়াবিন তেল, সেমাই, কিশমিশ, বাদাম, গুঁড়া দুধ ইত্যাদি।

ধানমন্ডির ভিক্ষুক জব্বার মিয়া বলেন, ‘অহন পর্যান্ত কোনো কিছুই পাই নাইক্যা, এইবার পয়লা কিছু পাইলাম, আল্লাহ স্যারগো বালা করুক।’

দুই মেয়ে আর এক ছেলে নিয়ে পাঁচ সদস্যের পরিবার গৃহকর্মী ফরিদা বেগমের। তিনি বলেন, ‘দূর থ্যাইক্যা দেখলাম মামারা খাওন দিতাছে, প্রতি বছর কেউ না কেউ দেয়, কিন্তু এইবার কারোডা পাই নাই। আইজক্যা প্রথম পাইলাম, ম্যালা বাঁচলাম বাবা।’

ঈদ উপহারসামগ্রী দুস্থ মানুষের হাতে তুলে দিতে পেরে খুশি এ কাজের প্রধান সমন্বয়ক ও ছাত্রলীগ কর্মী পরশ খান সাকিব।

তিনি বলেন, ‘আমরা প্রতিটি জায়গায় শৃঙ্খলাবদ্ধভাবে সবার হাতেই ঈদ উপহার পৌঁছে দিতে পেরেছি। যেহেতু বাজারে জিনিসপত্রের দাম একটু বেশি, তাই ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাসটাও তাদের বেশি ছিল। ৭ হাজার মানুষকে আমরা ৮০০ টাকা মূল্যের এ ঈদ উপহার দিতে পেরে আমাদেরও আনন্দ লাগছে। ওদের মুখের হাসিই আমাদের ঈদ উপহার।’

ছিন্নমূল, দুস্থ, অসহায় ও ভাসমান মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণের পৃষ্ঠপোষক ভিনাইল গ্রুপের সিইও এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সাবেক সদস্য আবেদ মনসুর বলেন, ‘ধনীদের কাছে গরিবদের একটা হক থাকে, সেটা আদায় করতে হয়। রাজধানীতে অনেক ছিন্নমূল পরিবার ঈদের বাজার এখনও করতে পারেনি। তাদের হাতে ঈদ উপহার তুলে দিতে পারা খুব আনন্দের ব্যাপার। আমি সব সময় চেয়েছি তাদের পাশে থাকার জন্য, তাই আমরা রমজানজুড়ে সেহরি ও ইফতার দিয়েছি। আশা করি, সামনের দিনগুলোতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা