প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪ ২১:৫৭ পিএম
প্রবা ফটো
দ্বীপজেলা ভোলায় এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুত্বের বন্ধনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) চরফ্যাশন অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভোলার প্রতিটি উপজেলার এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুত্বের ডাকে সারা দিয়ে প্রায় তিন শতাধিক বন্ধুরা অংশগ্রহণ করেন। যোগদান করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুরা।
নানান কর্মসূচি দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠানকে। সকাল থেকে শুরু হওয়া প্রবল ঝড় বৃষ্টি উপেক্ষা করে একে একে বিভিন্ন উপজেলা থেকে আসতে থাকে চরফ্যাশনের উদ্দেশ্যে। মিলন মেলায় পরিনত হয় বন্ধুত্বের দীর্ঘ ছাব্বিশ বছরের বন্ধন। উৎসাহ উদ্দীপনা আর আন্দন্দে পূর্ণতায় রূপান্তর হয় ৯৮ এর বন্ধুত্বের বন্ধন। নির্ধারিত রঙ্গের বেগুনি কালারের টি-শার্টে নজরকাঁড়ে সকলের মাঝে। প্রথমে সেলফি আর ফটোসেশানে রাঙ্গিয়ে তুলে আপন মহিমায় আপন আঙ্গিনা।
সকাল ১০ টায় জ্যাকব টাওয়ার থেকে সুশৃঙ্খল র্যালি চরফ্যাশন শহর প্রদক্ষিণ চরফ্যাশন ফ্যাসন স্কায়ারে এসে শেষ করে। ১১.০০ টায় প্রবেশ ও ওয়েলকাম ড্রিংকস, ১১.১০ টায় উদ্ভোদনী বক্তব্য, ১১.১৫ টায় কেক কাটা ও পরিচিতি পর্ব শুরু, ১৩.০০ টায় সকল বন্ধুদের অংশগ্রহণে বিভিন্ন প্রকার খেলাধুলা, ২.০০ টায় থেকে ৩.৩০ ঘটিকা পর্যন্ত লাঞ্চ বিরতী, ০৩.৩০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু, ৫.০০ র্যাফেল ড্র, ০৭.৩০ পুরস্কার বিতরণী, ০৮.০০ সমাপ্তি ঘোষণা।
মুল ভ্যানু বিএড কলেজে শুরু হওয়া স্বাগতিক বক্তব্যে প্রভাষক সোলাইমান বলেন ২৬ বছরের বন্ধন আজকে প্রমাণ করে কোন ঝড় বৃষ্টি আমাদেরকে আটকিয়ে রাখতে পারেনা। সকল বাঁধা উপেক্ষা করে আমাদের বন্ধুত্বের এই বন্ধনে আবদ্ধ হলাম। আমরা আগামীদিনগুলো এভাবেই অতিক্রম করবো। কেককাটার পর্বে ৯৮ এর বন্ধু দুলারহাট থানা অফিসার ইনচার্জ মাসুদ মুরাদ বলেন, আমি ঝালকাঠির সন্তান তাই ওখানে ৯৮ বন্ধুরা মিলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন দিবসে মিলনমেলার আয়োজন করলেও ভোলায় চাকুরির সুবাদে থাকলেও মনেমনে ৯৮ এর বন্ধুত্বের বন্ধন খুজছিলাম, তাই আজকে দ্বীপজেলা ভোলার এই ঈদ পুনর্মিলনীর আয়োজনে যোগদান করতে পরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন ৯৮ এর কোন বন্ধুই যেন অসহায় না থাকে, তারজন্য আমাদের সকল বন্ধুদের কাছে আহবান থাকবে সবাই যেন অসহায় এসব বন্ধুদের পাশে দাড়াতে পারি।
দিনব্যাপী জমজমাট এই প্রোগ্রামের এ্যাডমিন প্যানেলের থেকে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, সজিব শাহরিয়ার, সালাউদ্দিন, হাবিবুর রহমান, ছগির আহাম্মেদ, মাহফুজুর রহমান, প্রভাষক সোলাইমান, এ্যাডভোকেট সাকিল, চরফ্যাশন টিবি স্কুলের শিক্ষিকা তাসলিমা বেগম নেয়ামুল হক সোহাগ। প্রগ্রামের আহবায়ক এবং সদস্য সচিন ছিলেন সোলাইমান এবং সজিব শাহরিয়ার। বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, আর্ট স্মার্ট বাংলাদেশের এমডি মো মাহফুজুর রহমান, এইচ কে ফ্যাসন এর চেয়ারম্যান হুমায়ুন কবির, নজরুল নগর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আসাদুজ্জামান রুবেল, দক্ষিণ কোরিয়ার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আওলাদ হোসেন কে ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।