প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৭:৩০ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪ ১৮:৩৪ পিএম
প্রতীকী ছবি
মা রান্নাঘরে। সকালের নাস্তা বানাচ্ছেন। এক বছরের আমেনা খেলা করছে। কখন যে সে চলে গেল শৌচাগারে, টের পাননি মা খোদেজা আক্তার। ‘একটু অসচেতনতা’ কাল হলো খোদেজার। ছোট্ট শিশুকে কোল থেকে হারিয়ে ফেলেছেন চিরতরে। শৌচাগারে রাখা বালতির পানিতে ডুবে মারা গেছে আমেনা।
ঘটনাটি ঘটেছে রাজধানীর ওয়ারীর বনগ্রাম রোডের একটি বাসায় শনিবার (১৮ মে) সকালে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর ১২টার দিকে আমেনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু আমেনাদের বাড়ি ফেনী সদরের শিলুয়া গ্রামে। তার আরও এক ভাই ও এক বোন আছে। সে সবার ছোট। তার বাবা ঢাকার নবাবপুরে যন্ত্রপাতির ব্যবসা করেন। পাশে ওয়ারীর বনগ্রাম রোডের আশরাফ গার্ডেনে ভাড়া থাকে পুরো পরিবার।
আমেনার মা খোদেজা আক্তার বলেন, ‘আমি সকালের নাস্তা বানাচ্ছিলাম। আমেনা তখন খেলা করছিল। তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পর দেখি বাথরুমে রাখা বালতির পানিতে আমার মেয়ে উপুড় হয়ে পড়ে আছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় আমেনাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করন। তার মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।