× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তঃবাহিনী আজানসহ তিন প্রতিযোগিতায় নৌবাহিনী দল বিজয়ী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৪ ২৩:৪৬ পিএম

আপডেট : ১৭ মে ২০২৪ ০০:২১ এএম

আন্তঃবাহিনী আজানসহ তিন প্রতিযোগিতায় নৌবাহিনী দল বিজয়ী

‘আন্তঃবাহিনী আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪ এ বাংলাদেশ নৌবাহিনী দল শিরোপা লাভ করেছে। নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতা বৃহস্পতিবার (১৬ মে) ঢাকায় অবস্থিত বানৌজা হাজী মহসীন মসজিদে সমাপ্ত হয়েছে।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে তিন বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। 

পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় নৌবাহিনী দল ৩৭৬৮ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সেনাবাহিনী দল ৩৬২১ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে। প্রতিযোগিতায়  নৌবাহিনীর মো. সাজেদুল ইসলাম, এলএমই আজান প্রতিযোগিতায় প্রথম এবং নৌবাহিনীর ইবাদুর রহমান, পিও (মেড) ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। 

এ ছাড়া ৫টি গ্রুপে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে নৌবাহিনী ও ২টি গ্রুপে সেনাবাহিনী প্রথম স্থান লাভ করে। 

গত ১২ মে থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা