প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪ ২২:৫৮ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪ ২২:৫৮ পিএম
গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় নির্বাচনপরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ও ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্যে লুটুল বলেন, ‘বিগত ৮ মে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের মাধ্যমে জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। জেলা প্রশাসক মহোদয় সাংবাদিকদের বলেছেন, গোপালগঞ্জ জেলায় মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের সার্বিক নির্দেশনায় স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে আমার নির্বাচনি বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় করেছি। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ায় গেলে আমি দিনব্যাপী সেখানেই সময় দিয়েছি। ১২ মে রাতে ব্যবসায়িক কাজে আমি ঢাকায় চলে আসি। এর মধ্যে গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি।’
‘কিন্তু অতি দুঃখের বিষয় গত ১৪ মে আমার নিজ গ্রামে মুরব্বীদের সামনে ধূমপান করাকে কেন্দ্র দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আমি জানতে পারি, একটি স্বার্থান্বেষী মহল সেই বিষয়টিকে প্রতিহিংসাপরায়ন হয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ, এতে করে প্রকৃত ঘটনা আড়ালে পড়ে যেতে পারে,’ যোগ করেন তিনি।
নবনির্বাচিত এই চেয়ারম্যান আরও বলেন, ‘আমি নিহতের রূহের মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। প্রতিহিংসাপরায়ন রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’