× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসুন্ধরায় আইএসডি স্কুলে গুলি, আতঙ্কিত শিক্ষার্থীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১৯:৪৯ পিএম

আপডেট : ০৮ মে ২০২৪ ২৩:২৯ পিএম

ইন্টারন্যাশন্যাল স্কুল অব ঢাকা। ফাইল ছবি

ইন্টারন্যাশন্যাল স্কুল অব ঢাকা। ফাইল ছবি

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিজাত  আইএসডি (ইন্টারন্যাশন্যাল স্কুল অব ঢাকা) স্কুলের সামনে গুলির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। বুধবার (৮ মে) বিকালে এক অভিভাবকের গাড়ি থেকে গুলি ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। গুলিতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ বলছে, ভুল করে একজন অভিভাবকের ‘লাইসেন্স করা’ শটগান থেকে মিসফায়ার হয়েছে। 

এদিকে অভিজাত স্কুলটিতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে এমন খবর ছড়ালে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বস্ত করে। 

ঘটনাস্থল থেকে ডিএমপির একজন  ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জনৈক অভিভাবকের লাইসেন্স করা শটগান থেকে একটি মিসফায়ার হয়। খবর পেয়ে ভাটারা থানা পুলিশের টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, ওই অভিভাবক তার সন্তানকে স্কুল থেকে নেওয়ার জন্য গাড়িতে করে সেখানে যান। গাড়িতে থাকা লাইসেন্স করা শটগান থেকে অসাবধানতাবশত মিসফায়ার হয়।’

জানতে চাইলে পুলিশের একজন কর্মকর্তা জানান, স্কুলের বাইরে ওই অভিভাবকের গাড়ি পার্কিং করা ছিল। ওই সময় অন্য অভিভাবকদেরও গাড়ি স্কুলের অপর প্রান্তে রাস্তার পাশে পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে ভাটারা থানার সংশ্লিষ্ট এলাকার ডিউটি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়। এ বিষয়ে তদন্ত চলছে।

ঘটনা প্রসঙ্গে ভাটারা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘`স্কুলের সামনে এহসান গ্রুপ ও ভরসা গ্রুপের দুটি গাড়ি আসে। যেকোনো একটি গ্রুপের গাড়িতে গানম্যান ছিলেন। সেই গ্যানম্যানের হাতে থাকা বন্দুক থেকে ‘মিসফায়ার’ হয়।‘’ 

তিনি আরও বলেন, `গানম্যানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বন্দুকের লাইসেন্সসহ কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।'   

তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে আইএসডি স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্কুলের ওয়েবসাইটে থাকা নম্বরে ফোন দেওয়া হলেও কেউ রিসিভ করেনি। 

বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ৮০ নম্বর প্লটে আইএসডি স্কুলের অবস্থান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা