× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুপিয়ে জখমের প্রতিশোধ নিতে কুপিয়ে হত্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪ ০০:৩৬ এএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪ ১১:০৫ এএম

কুপিয়ে জখমের প্রতিশোধ নিতে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তার নিয়ে মারামারি। কুপিয়ে জখম করার বদলা নেওয়া হয় কুপিয়ে হত্যার মধ্য দিয়ে। হত্যায় অংশগ্রহণকারী প্রত্যেকেই এলাকার চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে রয়েছে একাধিক মামলা।

অন্যদিকে যাকে হত্যা করা হয়েছে তার মাদক কারবারে জড়িত থাকার দায়ে জেল খাটার নজির রয়েছে। ১৪ এপ্রিল পল্লবীতে পাভেল নামে এক যুবককে হত্যার পর কিশোর গ্যাং গ্রুপের পাঁচজনকে গ্রেপ্তারে এমন তথ্য পেয়েছে পুলিশ।

১৪  এপ্রিল পল্লবীর ১২ নম্বর সেকশনে গণপূর্তের পুকুরপাড়ে পাভেলকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিনই তার লাশ উদ্ধার করে পুলিশ। পাভেলের মা পারুল বেগম বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। এজাহারভুক্ত হিসেবে মো. হাবিব (২৮), মো. হানিফ (২৬), মো. আনিছ (২২), রায়হান নানু (২২), মো. মিলন (৩৭) ও মো. জনির (২৬) নাম উল্লেখ করা হয়। আরও পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করা হয়। এজাহারনামী ছয় আসামির মধ্যে মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, পাভেলকে কুপিয়ে হত্যায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো মূল পরকিল্পনাকারী মো. হাবিব (২৮), মো. হানিফ (২৬), মো. আনিছ (২২), সোহান ও সাহাবুদ্দিন। বুধবার (১৭ এপ্রলি) তাদের আদালতে সোপর্দ করা হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মূল পরিকল্পনকারী হাবিব। জিজ্ঞাসাবাদের জন্য অন্য চারজনকে পুলিশ হেফাজতে নেয়। পুলিশ বলছে, ঘটনাল হাবিব, হানিফ ও আনিছকে বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যে সোহান ও সাহাবুদ্দিনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা