প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪ ১৬:২০ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪ ১৬:৩০ পিএম
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই তরুণ চিড়িয়াখানায় হাতির রক্ষণাবেক্ষণকারী মাহুতের ছেলে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। চিড়িয়াখানার সেই মাহুতের নাম আজাদ আলী। হাতির আক্রমণের শিকার তার ১৭ বছর বয়সী ছেলের নাম জাহিদ হোসেন। জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাহুত আজাদ আলী তার ছেলেকে নিয়ে হাতির ব্যয়ামখানায় ঢুকে যান। হাতি অপরিচিত মানুষ পেয়ে আক্রমণ করে। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে না জানিয়ে আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য রওনা দেন। পথমধ্যে ছেলে মারা গেলে লাশ নিয়ে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার উদ্দেশে রওনা দেন মাহুত।
এ ঘটনা লোকমুখে শোনেন কর্মকর্তারা। পরে মাহুতের সঙ্গে কথা হয় পরিচালকের।
মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি হাতি রয়েছে।