× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকিট বিক্রি করে পালালো বাসের লোকজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪ ১৫:৫৫ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৪ ১৫:৫৯ পিএম

টিকিট বিক্রি করে পালালো বাসের লোকজন

রাজধানীর উত্তরায় ঈদুল ফিতর উপলক্ষে ‘ইকোনো এক্সপ্রেস’ নামের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের টিকিট বিক্রি করা হয়। পরে টাকা নিয়ে পালিয়ে যান কাউন্টার মাস্টাররা। এমন অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুরের বাস কাউন্টারটি থেকে মঙ্গলবার  ইকোনো এক্সপ্রেসের মালিক আব্দুল কাদিরকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। 

উত্তরা পশ্চিম থানার এসআই আশরাফুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় পালিয়েছেন রাজু ও শাকিল নামের দুই কাউন্টার মাস্টার। বাসটি ঢাকা-বরিশাল-বরগুনা-ঢাকা রোডে চলাচল করে। 

যাত্রীদের অভিযোগ, তাদের কাছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা করে এসি বাসের টিকিট বিক্রি করা হয়। তারপর কাউন্টারের লোকজন পালিয়ে গেছে। আবার বাসের মালিক কাদির তাদের জানান গাড়িতে তেল নাই। জনপ্রতি ১ হাজার টাকা করে তেলের জন্য দিলে অন্য গাড়ি ছাড়বে। এভাবে সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত বসিয়ে রাখা হয়।

পরে উপায় না দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে বাসের মালিক কাদিরকে আটক করে।

যাত্রী নাসরিন  বলেন, ‘আমি বরিশালে যাওয়ার জন্য ১ হাজার ২০০ টাকা করে সাতটি টিকিট কেটেছি। সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে আছি। টিকিট কেটে গাড়ি না দিয়ে লোকজন পালিয়েছে।

এদিকে ইকোনো এক্সপ্রেস বাসের মালিক আব্দুল কাদির বলেন, ‘আমরা বিভিন্ন কাউন্টারে টিকিট বিক্রি করি। প্রতি টিকিটে ৫০ টাকা করে কমিশন দিই। ঈদে এক কাউন্টার ছাড়া কোনো কাউন্টারে টিকিট বিক্রি করি না। অফটাইমে টিকিট বিক্রি করে চলে গেছে। পরে খাতার সঙ্গে যাত্রী মেলে না।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আশরাফুল আলম চৌধুরী বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে এসে বাসের মালিক কাদিরকে আটক করা হয়। পরে যাত্রীদের অন্য একটি বাসে তুলে গন্তব্যে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা