× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকপাড়াসহ সারা দেশে নিরাপত্তা জোরদার

সাইফ বাবলু

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ২১:৫২ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ২২:১২ পিএম

ব্যাংকপাড়াসহ সারা দেশে নিরাপত্তা জোরদার

বান্দরবানের দুই উপজেলায় পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশন্যাল ফ্রন্টের (কেএনএফ) ব্যাংক ডাকাতি, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা ঘিরে হামলার ঘটনার পর সারা দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি স্থাপনাগুলোতেও পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা পুলিশকে। তা ছাড়া মোবাইল টিম বাড়িয়ে দিনে-রাতে টহল জোরদার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক রয়েছে।’ তিনি বলেন, ‘ঈদের আগে ও পরে ছুটির সময় প্রতিটি জেলায় চুরি-ডাকাতি-ছিনতাইসহ অপরাধ মোকাবিলায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কে যাতে কোনো ধরনের ডাকাতি-ছিনতাইয়ের মতো ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে বলা হয়েছে। সারা দেশে পুলিশের ছুটি বাতিল করে ঈদকে নিরাপদ রাখতে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকতা জানান, বুধবার বান্দরবানে কেএনএফের ব্যাংক ডাকাতি ও ম্যানেজারকে অপহরণের পর সেখানে তাদের তৎপরতা বেড়ে যায়। থানা ও নিরাপত্তা বাহিনীর ক্যাম্প লক্ষ করে গুলিও ছোড়ে তারা। এসব ঘটনার পর পার্বত্য অঞ্চলের জেলাগুলোর সব সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। ঈদের ছুটিতে অফিস-আদালত বন্ধ থাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না এড়াতে নিরাপত্তা ও টহল জোরদার করতে বলা হয়েছে।

ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সদর দপ্তর থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহল বাড়ানো হয়েছে। ঝুঁকি বিবেচনায় তল্লাশি চৌকি কার্যক্রম জোরদার করা হয়েছে।’

সারা দেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের সদর দপ্তর। পুলিশের একটি গোয়েন্দা সংস্থার একজন পদস্থ কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সার্বিক বিষয়ে সতর্ক থাকার জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা জোরদারে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

বুধবার বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ও অগ্রণী ব্যাংকে ডাকাতি করে অস্ত্র ও টাকা লুট করে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ। একই দিনে থানচিতেও ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটনায় তারা। রুমায় ব্যাংক ম্যানেজারকে অপহরণও করে তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ম্যানেজারকে উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে আবার লামায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলা চালানো হয়। এসব ঘটনায় সারা দেশে উগ্রবাদের হামলাসহ পেশাদার সন্ত্রাসী গ্রুপের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে দেশের নিরাপত্তা বাহিনীগুলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা