প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ১৬:১৮ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪ ১৭:৪৮ পিএম
ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান। ফাইল ফটো
আসন্ন ঈদে সড়ক কিংবা নৌপথে যেকোনো গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, সড়ক, রেল এবং নৌ-মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো টাকা নিলে পুলিশ সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
এ ছাড়া কাউন্টার ব্যতীত অন্য কোথাও টিকিট বিক্রি হলে বিক্রয়কারীদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে ডিএমপি সদর দপ্তরে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কমিশনার বলেন, ‘লাইসেন্সবিহীন কেউ যাতে গাড়ি চালাতে না পারে সেটা নিয়ে মালিক সমিতির কর্মকর্তারা কথা বলেছেন। আমি অনুরোধ করব, দুর্ঘটনাবিহীন ঈদ করতে এ বিষয়ে আমাদের পুলিশ কর্মকর্তারা যারা যেখানে আছেন; তারা নিজ নিজ অবস্থান থেকে আইনি ব্যবস্থা নেবেন। অতীতে তাকালে দেখি অধিক গতি, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও মূলচালক না থাকায় চালকের সহকারী ও অপ্রাপ্তবয়স্ক দিয়ে গাড়ি চালানোর কারণে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমি এসব বিষয়ে সতর্ক থাকতে সবাইকে নির্দেশনা দিয়েছি।’
ঈদে ঢাকার প্রবেশ পথ ও বাহির পথে যানজট এড়িয়ে চলার পরামর্শ দিয়ে হাবিবুর রহমান আরও বলেন, ‘ঢাকা প্রবেশ ও বহির্গমনের জন্য ১১ টি পথ রয়েছে। পথগুলোতে যেন আলাদাভাবে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে চলতে পারে সেজন্য ব্যবস্থা নিন। সংশ্লিষ্ট সবার সঙ্গে মিটিং করেন, সিদ্ধান্ত নিয়ে সমন্বয় করেন। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেন। নিজেদের প্রোগ্রাম শেয়ার করেন। কোনোভাবেই যাতে যাত্রীদের ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখুন। ব্যবসা নয়, সেবার মানসিকতা নিয়ে কাজ করেন।’
ডিএমপি কমিশনার বলেন, ‘পরিবহন মালিকরা একমত হয়েছেন কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল করবে না। এরপরেও এসব পুলিশের নির্দেশ দেওয়া আছে কোনোভাবেই ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না। এজন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার ভেতরে ব্যবস্থা নেওয়া হবে।’
‘আর ঢাকার পার্শ্ববর্তী এলাকায় এ ধরনের গাড়ি না আটকানো হলে ঢাকার ভিতরে এসে যানজট সৃষ্টি করবে। এজন্য তল্লাশি চৌকি বসিয়ে পার্শ্ববর্তী ইউনিট যারা আছে, তারা চেষ্টা করবে যাতে ফিটনেসবিহীন গাড়ি রাজধানীতে প্রবেশ করতে না পারে,’ যোগ করেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, খ. মহিদ উদ্দিনসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।