× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২০০ তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করল ব্র্যাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ১৯:২৩ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ২২:২৩ পিএম

রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘ব্রিজ টু সাকসেস: অল্টারনেটিভ লার্নিং পাথওয়েজ প্রজেক্ট লার্নিং অ্যান্ড নলেজ ডিসেমিনেশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবা ফটো

রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘ব্রিজ টু সাকসেস: অল্টারনেটিভ লার্নিং পাথওয়েজ প্রজেক্ট লার্নিং অ্যান্ড নলেজ ডিসেমিনেশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবা ফটো

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত এক হাজার ২০০ তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি)।

বিদ্যালয় থেকে ঝড়ে পড়া তরুণ ও তরুণীদের স্থানীয় ব্যবসায়ীদের অধীনে শিক্ষানবিশ হিসেবে ‘ওস্তাদ–সাগরেদ’ পদ্ধতিতে ব্র্যাকের স্কিলস ট্রেইনিং ফর অ্যাডভান্সিং রিসোর্স (স্টার) মডেলের আওতায় হাতে–কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়; যা কর্মস্থলে প্রচলিত প্রশিক্ষণ থেকে অনেক বেশি কার্যকর বলে ধারণা করা হয়।

মঙ্গলবার (২ এপ্রিল) ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টার মডেলের আওতায় ‘অল্টারনেটিভ লার্নিং পাথওয়ে ফর স্কুল ড্রপআউট গার্লস ইন ক্লাইমেট ভালনারেবল রিজিওন অব বাংলাদেশ’ প্রকল্পের অধীনে ২০২৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত উপকূলীয় এলাকার তরুণীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

এ উপলক্ষে গত সোমবার (১ এপ্রিল) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘ব্রিজ টু সাকসেস: অল্টারনেটিভ লার্নিং পাথওয়েজ প্রজেক্ট লার্নিং অ্যান্ড নলেজ ডিসেমিনেশন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডিরেক্টর অব পাবলিক এনগেজমেন্ট শার্লিনা হুসাইন-মর্গান বলেন, ‘আপাতত এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলেও এটা ছিল মূলত শুরু। আমরা বাংলাদেশের বহু নারীকে উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

ব্র্যাক এসডিপির সহযোগী পরিচালক তাসমিয়া তাবাসসুম রহমান অনুষ্ঠানে এসডিপি ও স্টার মডেলের কার্যক্রম ও সাফল্য তুলে ধরে বলেন, ‘প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীদের ৭১ ভাগেরও বেশি কর্মসংস্থান হয়েছে। এদের মধ্যে ১১ শতাংশ তরুণী শারীরিক প্রতিবন্ধী।’

অনুষ্ঠানে ব্র্যাকের এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট ও মাইগ্রেশনের পরিচালক সাফি রহমান খান বলেন, ‘এই কর্মসূচির আওতায় বেশ কিছু বড় ধরনের কাজ হচ্ছে, বিশেষ করে বাজারকে কিভাবে আরও বেশি অংশগ্রহণমূলক করা যায়, নারী ও প্রতিবন্ধীদের অংশগ্রহণ বাড়ানো যায় সে বিষয়ে কাজ হচ্ছে। এ কাজটাও অনেক গুরুত্বপূর্ণ।’

এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন তরুণী অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা এ সময় দিনব্যাপী ‘ঈদ মেলার’ উদ্বোধন করেন। ব্র্যাক সেন্টারের প্লাজায় অনুষ্ঠিত এই মেলায় ব্র্যাক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের তৈরি করা নানা পণ্য প্রদর্শণ করা হয়। এখানে হাতের কাজ করা তৈরি পোশাক, পাটের তৈরি পণ্য, বাঁশ ও বেতের তৈরি পণ্য ও আসবাবপত্র, মৃৎশিল্প, বিউটি সেলুন, মোবাইল ফোন সার্ভিসিংসহ ছিল নানা আয়োজন। এছাড়াও ছিল বায়োস্কোপ এবং আকর্ষণীয় ম্যাজিক শো।

ব্র্যাক জানায়,  ২০১২ সাল থেকে চালু হওয়া স্টার কর্মসূচির আওতায় এ পর্যন্ত এক লাখ ২০ হাজারেরও বেশি তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রায় ৬৪ শতাংশ নারী ও ১০ শতাংশ প্রতিবন্ধী। ব্র্যাকের এই কর্মসূচির সঙ্গে রয়েছে সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা