প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ২১:১৬ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪ ২২:০৯ পিএম
কমলাপুর রেলস্টেশনে র্যাব সদস্যদের সতর্ক অবস্থান। ছবি : সংগৃহীত
ঈদে ঘরমুখ মানুষের নিরাপত্তায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কন্ট্রোল রুম চালু করেছে র্যাব। তা ছাড়া থাকছে হটলাইন নম্বর। কন্টোল রুম থেকে যাত্রীরা যেকোন আইনি সহায়তার পাশাপাশি জাল টাকা শনাক্তকরণসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।
শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় র্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কমলাপুর রেলস্টেশনে বসানো কন্টোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। এখান থেকে সাধারণ যাত্রীরা সবধরনের সেবা নিতে পারবেন। বিশেষ করে যে কোনো আইনি সহায়তা পাবেন তারা। বয়োজ্যেষ্ঠ মানুষ, শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ব্যক্তি সহায়তা চাইলে তাদেরও সহায়তা করা হবে।
যে কোনো প্রয়োজনে ০১৭৭৭-৭১০৩৯৯ এই হটলাইন নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছে র্যাব।