প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ০৫:০৩ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪ ০৯:৩১ এএম
ফাইল ফটো
রাজধানীর চকবাজারের ইসলামবাগে কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
শুক্রবার (২৩ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহজাহান শিকদার প্রতিদিনের বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চকবাজারের ইসলামবাগে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর আসে রাত সাড়ে ৩টায়। খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুনের মাত্রা বেশি হওয়ায় এরপর একে একে সাতটি ইউনিট পাঠানো হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা