× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কামরাঙ্গীরচর ও বংশালে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ২০:৩২ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৪ ২০:৩৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ইজিবাইক ও অটোরিকশা থেকে চাঁদা তোলার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৫ মার্চ) রাতে কামরাঙ্গীরচর থানার পাকাপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আল-মাহমুদ হোসেন, মোরশেদ আলম, রফিকুল ইসলাম, শাহিন হোসেন, রওশন এরশাদ, রাজু, রতন ও সুজন ইসলাম। এসময় তাদের কাছ থেকে আদায় করা চাঁদার ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাতে কামরাঙ্গীরচর থানা পুলিশ ইজিবাইক ও অটোরিকশায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। পাকাপুল এলাকার রাস্তায় চলাচলরত ইজিবাইক ও অটোরিকশা জোরপূর্বক থামিয়ে চালকদের ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করার সময় আটজনকে গ্রেপ্তার করা হয়।

তারা দীর্ঘদিন থেকে কামরাঙ্গীর চরের পাকাপুল এলাকায় বিভিন্ন ইজিবাইক, অটোরিকশা ও দোকান থেকে চাঁদা তুলে আসছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। 

বংশালে গ্রেপ্তার ৫

এদিকে বংশাল থানা এলাকায় পিকআপভ্যান থেকে চাঁদা আদায়ের সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রানা, শফিক, আক্তার, প্রদীপ ও নুর হোসেন নুরু। এসময় তাদের হেফাজত থেকে চাঁদা আদায়ের রশিদ, নগদ ১ হাজার ৪০০ টাকা, তিনটি লাঠি ও ১টি বাঁশি উদ্ধার করা হয়। 

শুক্রবার রাতে বংশাল থানার সুরিটোলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বংশাল থানার ওসি মো. মইনুল ইসলাম জানান, পিকআপভ্যানের চালক কাঁচামাল নিয়ে শুক্রবার রাত আড়াইটার দিকে বংশাল থানার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফুট ওভার ব্রিজের নিচে আসলে কয়েকজন ব্যক্তি লাঠি উঁচিয়ে ও বাঁশি বাজিয়ে তার গাড়িটি থামায়। এরপর একটি ৫০ টাকার রশিদ হাতে ধরিয়ে দিয়ে ৫০০ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা ড্রাইভারকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ৫০০ টাকা চাঁদা আদায় করে।

এভাবে আশপাশের অন্যান্য গাড়ি থেকেও চাঁদা নিচ্ছিল। সেসময় ভিকটিমের চিৎকার শুনে পাশে টহলরত বংশাল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা