প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ২৩:১১ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪ ০০:৩৪ এএম
পুরান ঢাকায় আগুন। ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলির ঘি পট্টির একটি প্রেসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত ৯টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পান তারা। সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থালে গিয়ে কাজ শুরু করে। পরে রাত ১০টা ৫০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’
তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’