× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তর সিটিতে বায়ুদূষণ-তাপমাত্রা কমাতে গবেষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৯:০৯ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ১৯:৪২ পিএম

বায়ুদূষণ ও তাপমাত্রা কমাতে গবেষণা পরিচালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছবি : সংগৃহীত

বায়ুদূষণ ও তাপমাত্রা কমাতে গবেষণা পরিচালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি এলাকায় বায়ুদূষণ ও তাপমাত্রা কমাতে গবেষণার মাধ্যমে কারণ ও সম্ভাব্য প্রতিকার খুঁজে বের করা হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর গুলশানের নগর ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ডিএনসিসি আওতাধীন পাঁচটি ইনফরমাল সেটেলমেন্ট এলাকায় ‘বেজলাইন স্টাডি অন দ্যা রোল অব ভেজিটেশন ইন রিডিউসিং টেম্পারেচার অ্যান্ড এয়ার পলিউশন : আ স্টাডি ইন ইনফরমাল সেটেলমেন্ট অব ঢাকা নর্থ সিটি করপোরেশন’ শীর্ষক গবেষণাটি পরিচালিত হবে।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন- এই তিন প্রতিষ্ঠান আগামী এক বছর গবেষণাটি পরিচালনা করবে।

অনুষ্ঠানে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার গবেষণা কার্যক্রমের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর সামিউল সুরেশকুমার বার্ট এবং ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশনের প্রেসিডেন্ট নাসরিন আক্তার।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, ‘ঢাকা শহরে তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি বর্তমানে ঢাকার বায়ুদূষণ অনেক বেশি। ডিএনসিসি ইতোমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে ও বায়ুদূষণ রোধে এটি ভূমিকা রাখবে। আজকে এই সমঝোতা স্বারকের মাধ্যমে শুরু হওয়া যৌথ গবেষণা কার্যক্রমের মাধ্যমে বায়ুদূষণ রোধ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে আরও কী কী করণীয়, সে বিষয় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে এবং শহরের পরিবেশ রক্ষায় এই সমন্বিত উদ্যোগ ব্যাপক ভূমিকা রাখবে।’

ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেমের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ডিএনসিসির বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া ইউএনডিপির টাউন ম্যানেজার মো. মারুফ হোসেন, ক্যাপসের পরিচালক অ্যাডভোকেট রাশেদুজ্জামান মজুমদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জি গোমেজ, ডেপুটি ডিরেক্টর মঞ্জু মারিয়া পালমা, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জোয়ানা ডি রোজারিও, ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি শান্তা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা