প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৩:৫০ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৪:০০ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর চকবাজার কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর একটার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। শুরুতে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে যোগ দেয় আরও চারটি ইউনিট।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।