প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ২৩:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানী তুরাগের দিয়াবাড়ি এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মার্চ) রাত ৮টার দিকে ওই এলাকার মেট্রোরেল স্টেশনের তিন নম্বর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত লতিফা আক্তার কক্সবাজার সদর উপজেলার তারাবুনিয়ারচর গ্রামের মো. ঈমন শিকদারের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম রবিউল ইসলাম। তারা রাজধানী খিলগাঁওয়ের বাসাবো এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে রাত আটটার দিকে দিয়াবাড়ি মেট্রোরেলের স্টেশনের তিন নম্বর ব্রিজের পাশে রক্তাক্ত জখম অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। আহতের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি, নিহতের স্বামী রবিউল ইসলাম মঙ্গলবার বিকালের দিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এইদিকে তাকে নিয়ে আসেন। পরে এখানে আসার পর ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে তিনি পালিয়ে যান।’