× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীববৈচিত্র্য রক্ষায় ড্রোন ব্যবহারের আহ্বান মুনীর চৌধুরীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ১৯:১৬ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৪ ২০:৩৪ পিএম

জীববৈচিত্র্য রক্ষায় ড্রোন ব্যবহারের আহ্বান মুনীর চৌধুরীর

বনজঙ্গলে ও পাহাড়-পর্বতে জীব বৈচিত্র্য সুরক্ষায় ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারের তাগিদ দিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

রবিবার (৩ মার্চ) বিজ্ঞান জাদুঘরে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান ক্লাবের প্রতিনিধি, সরকারি কর্মচারি ও তরুণ বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।

মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘বিজ্ঞান মেলায় উদ্ভাবিত প্রকল্পসগুলো কেবল শো-পিস হিসেবে নয়, বাস্তব জীবনে আবশ্যিকভাবে এর প্রয়োগ ঘটিয়ে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষকরে বনজ সম্পদ সুরক্ষায়, নির্বিচারে গাছ কাটা বন্ধে এবং উপকারী ও প্রকৃতিবান্ধব প্রাণী ও পাখি সুরক্ষায় প্রচলিত প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। কোন প্রকারের পাখি কোথায় বসবাস ও বিচরণ করছে, নির্বিচার শিকার বন্ধ, চোরাই শিকারিদের চিহ্নিত করতে ড্রোন, ক্যামেরাকে মোক্ষম প্রযুক্তি হিসেবে ব্যবহার করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানকে বিজ্ঞান জাদুঘরের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক করে বৈজ্ঞানিক উদ্ভাবনকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োগের উদ্যোগ নিতে হবে। বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে শিক্ষকদের বিরাট ভূমিকা রয়েছে। শিক্ষকদের যথাযথ ভূমিকার অভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা যাচ্ছে না। শুধু আনুষ্ঠানিক সভা, সেমিনার নয়, লাগসই প্রযুক্তি দিয়ে দেশের উন্নতি করতে হবে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণীবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নেয়ামুল নাসের। সেমিনারে তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবকরা তাদের উদ্ভাবন বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা